খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন শনাক্ত

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:৩১

ঢাকা, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রতিবেদন শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যম বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গত ২৯ সেপ্টেম্বর এক প্রতিবেদনে দাবি করা হয়, খাগড়াছড়িতে ধর্ষণ ও মন্দিরে হামলার প্রতিবাদে বৌদ্ধ ও হিন্দুদের জমায়েতের ওপর বাংলাদেশ সেনাবাহিনী গুলি চালিয়েছে এবং ঘটনাকে ‘হিন্দু-বৌদ্ধদের বিরুদ্ধে নৃশংসতা’ হিসেবে উপস্থাপন করেছে। 

কিন্তু আসল ঘটনা হলো, গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় তিনজন  নিহত হন। খাগড়াছড়িতে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে হামলা কিংবা এর প্রতিবাদে জমায়েতের কোন তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ, প্রতিবাদকারী হিন্দুদের ওপর গুলি চালানোর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম আরও জানায়, এর আগেও ‘ইন্ডিয়া টুডে’ গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার মুসলিম ব্যবসায়ী সোহাগকে হিন্দু বলে প্রচার করেছিল।

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশীয় কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তী সরকার, সম্প্রতি খাগড়াছড়ি ইস্যু এবং ‘চব্বিশের আন্দোলনে’ অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে। 

দেশজুড়ে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি সরকার গঠন করলে জুলাইয়ের অংশীজন দলকে নিয়ে কাজ করবে: ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে
লক্ষ্মীপুরে দুইদিন ধরে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না: স্বাস্থ্য উপদেষ্টা
গাজার বাসিন্দাদের পালিয়ে যাওয়ার জন্য ইসরাইলের ‘শেষ’ সতর্কতা  
বিএনপি রাষ্ট্র পরিচালনায় গেলে সাংবাদিক হত্যার দ্রুত বিচার করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার
রাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের বিজয় তিলক প্রদান উৎসব
বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত
রাশিয়ার ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে ইইউ’কে সতর্ক করলো ডেনমার্ক
১০