মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৩:৩০

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।

‘ড.ইউনুসের জাতিসংঘের ভাষণ শুনে মনে হয়েছে, ফালতু টাকা খরচ করে এখানে মিথ্যা কথা বার্তা বলতে এসেছে’ বলে মির্জা ফখরুল মন্তব্য করেছেন, এমন দাবিতে চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

কিন্তু বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম যাচাই করে দেখেছে, চ্যানেল ২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এমন কোনো মন্তব্য করেননি। মূলত, চ্যানেল ২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৮ সেপ্টেম্বর ‘ড. ইউনুসের কথা শুনে মনে হয়েছে জিয়াউর রহমানের কথা শুনছি : মির্জা ফখরুল’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে বিকৃত করে তৈরি করা হয়েছে।

চ্যানেল ২৪ এর ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘বিজনেস ফোরামের সভায় ড. ইউনুসের বক্তব্য শুনে বারবার আমার মনে হচ্ছিল, আমি যেন এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাই শুনছি। গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নেরই প্রতিধ্বনি আমরা সেদিন ড. ইউনুসের কণ্ঠে শুনেছি। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানের একটি সেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে বাস চাপায় ইজি বাইকের তিন যাত্রী নিহত
‘এই মুহূর্তে’ ইউরোপীয়দের সঙ্গে পারমাণু আলোচনা নয় : ইরান
পার্বতীপুরে আরেকটি লোকোমোটিভ রেলওয়ে কারখানা হচ্ছে 
চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন উ. কোরীয় নেতা কিম 
বিশ্ব বসতি দিবসে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও সভা
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের
হাসিনা-রেহানার বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলায় ৯ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য
আফগানিস্তানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের তদন্ত করার সিদ্ধান্ত নেবে ইউএনএইচআরসি
খুলনার রূপসায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ডুবি
১০