
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): প্যারাগুয়ের একটি চুরির ভিডিও ভারত থেকে পরিচালিত এক্স হ্যান্ডেলে বাংলাদেশের নামে অপপ্রচার শনাক্ত করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
বাংলাফ্যাক্ট জানায়, ভারত থেকে পরিচালিত এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি ছড়িয়ে দাবি করা হয়েছে, ভারতে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিন্দু ব্যবসায়ীর বাড়ি থেকে সাইকেল চুরি করছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি ভারতের নয় এবং এর সঙ্গে ভারতে বাংলাদেশি অভিবাসী ইস্যুর কোনো সম্পর্কও নেই। আসলে ভিডিওটি প্যারাগুয়ের একটি চুরির ঘটনা।
গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে বাংলাফ্যাক্ট।