বাসস
  ০৭ জানুয়ারি ২০২৫, ২০:২৯
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৩৩

নাটোরে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রতিযোগিতা

নাটোর, ৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলার সিংড়া উপজেলায় আজ তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ, রচনা, বিতর্ক এবং জুলাই-৩৬ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম-সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন।

প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। 

বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ ও দ্বিতীয় স্থান অর্জন করে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ। 

এছাড়াও বাকি তিনটি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন করা হয়। পরবর্তীতে প্রথম স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।