ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩০ আপডেট: : ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩২
ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ২৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুূর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৫।

জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ গতকাল দুপুরে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে  অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

\অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এহতেশামুল হক, সিভিল সার্জন ডা. মো: নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্টের সদস্য সচিব মাহমুদা আক্তার।   

ফাইনালে বালিকা বিভাগে বাঞ্ছারামপুর উপজেলা ৭-০ গোলের বিশাল ব্যবধান কসবা উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে বালক গ্রুপের উত্তেজনাকর ম্যাচে নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে সরাইলকে পরাজিত করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।  খেলাধূলা ছেলেমেয়েদের মেধার বিকাশ ঘটায়। আজকের খেলোয়াড়রা বিভাগীয় পর্যায় এবং জাতীয় পর্যায়ে খেলবে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’ বইয়ের পাঠ উন্মোচন
চট্টগ্রাম সমিতি-ঢাকা'র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ড. চৌধুরী মাহমুদ ও সম্পাদক মোজাম্মেল 
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
১০