ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা কাল শুরু

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১

ঢাকা, ৬ সেপ্টেম্বও ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে এবং ইলেকট্রনিকস পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ভিসতা ১৩তম জাতীয় (পুরুষ ও নারী) সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা-২০২৫।

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার এই ৪টি সার্ভিসেস দল থেকে  পুরুষ বিভাগে ১০টি এবং নারী বিভাগে ১০টি মোট ২০টি ওজন শ্রেণীতে একশ জন খেলোয়াড় অংশ গ্রহন করবে। খেলার ভেন্যুতে সকাল ৯টায় খেলোয়াড়দের দৈহিক ওজন গ্রহন করা হবে।

খেলা শুরু হবে সকাল ১০টা থেকে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে দুপুর ১২টায়।  

প্রতিযোগিতা উপলক্ষে আজ হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন ফেডারেশনের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ আশিক সাঈদ, ফেডারেশনের সহ-সভাপতি এবং পৃষ্ঠপোষক ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফিয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এ একে এম আব্দুল মোবিন এবং কোষাধ্যক্ষ মোঃ মাকসুদ আক্তার মোবারকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০