ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা কাল শুরু

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১

ঢাকা, ৬ সেপ্টেম্বও ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে এবং ইলেকট্রনিকস পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ভিসতা ১৩তম জাতীয় (পুরুষ ও নারী) সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা-২০২৫।

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার এই ৪টি সার্ভিসেস দল থেকে  পুরুষ বিভাগে ১০টি এবং নারী বিভাগে ১০টি মোট ২০টি ওজন শ্রেণীতে একশ জন খেলোয়াড় অংশ গ্রহন করবে। খেলার ভেন্যুতে সকাল ৯টায় খেলোয়াড়দের দৈহিক ওজন গ্রহন করা হবে।

খেলা শুরু হবে সকাল ১০টা থেকে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে দুপুর ১২টায়।  

প্রতিযোগিতা উপলক্ষে আজ হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন ফেডারেশনের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ আশিক সাঈদ, ফেডারেশনের সহ-সভাপতি এবং পৃষ্ঠপোষক ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফিয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এ একে এম আব্দুল মোবিন এবং কোষাধ্যক্ষ মোঃ মাকসুদ আক্তার মোবারকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার
সার্ক পুনরুজ্জীবনে জোরালো আহ্বান প্রধান উপদেষ্টার
জাতিসংঘে ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ও সংস্কার তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি: প্রধান উপদেষ্টা
‘সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হই’ : মাটিরাঙায় সম্প্রীতি সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আহ্বান
নির্বাচনে যদি কোন দলকে সুবিধা দেয়া হয়, জনগণ মেনে নেবে না : রিজভী 
নারীর ক্ষমতায়ন সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা
ইসরাইলি বসতিতে কার্যক্রম চালানো ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করল জাতিসংঘ
রোহিঙ্গা সংকট: স্থায়ী সমাধান ও তহবিল বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার
অবৈধ সম্পদ সংরক্ষণকারী দেশকে পাচারকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
১০