জাতীয় চ্যাম্পিয়নশীপে রাজু’র হ্যাটট্রিকে ঝিনাইদহকে হারাল খুলনা

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৬:১০ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৬:৩০
ছবি : বাসস

খুলনা, ৬ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর আঞ্চলিক পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে রাজু সানার দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলের বড় জয় পেয়েছে খুলনা জেলা দল। 

গতকাল বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায়, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় খুলনা জেলা দল বনাম ঝিনাইদহ জেলা দল। আগামী ১২ অক্টোবর ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে ফিরতি ম্যাচে এ দু’দল আবারও লড়াইয়ে নামবে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে আগ্রাসী ফুটবল খেলতে থাকে দু’দল। বিশেষ কওে ঝিনাইদহর  একের পর এক আক্রমণ খুলনার দক্ষ ডিফেন্ডাররা প্রতিহত করে। ১৩ মিনিটের ডানপ্রান্ত থেকে পিয়াস ডিবক্সের সামনে বল ফেললে ১০নং জার্সিধারী রাজু সানা হেডে গোলরক্ষককে পরাস্ত করে খুলনাকে এগিয়ে দেন (১-০)। গোল করে খুলনা যেন প্রাণ ফিরে পায়। আক্রমনের মাত্রা বাড়িয়ে দেয় তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্ণার কিক থেকে খুব সহজে জালে বল পাঠায় সাব্বির (২-০)। 

বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ঝিনাইদহ। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ফলও পায় ৫১ মিনিটে। শহিদুল গোল করে ব্যবধান কমান। গোল হজম করে খুলনাও তাদের আক্রমণ বাড়িয়ে দেয়। ৫৭ ও ৬৬ মিনিটে দু’টি গোল করে রাজু সানা তার হ্যাটট্রিক পুর্ণ করে দলের ব্যবধান ৪-১’এ নিয়ে যান। পিছিয়ে পড়ে খেলায় সমতা ফেরাতে ব্যস্ত হয়ে পড়ে ঝিনাইদহ। খেলার শেষ দিকে ৮৬ মিনিটে সাজ্জাদ গোল করে ব্যবধান (৪-২) করেন। 

ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন খুলনার রাজু সানা। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০