জাতীয় চ্যাম্পিয়নশীপে রাজু’র হ্যাটট্রিকে ঝিনাইদহকে হারাল খুলনা

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৬:১০ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৬:৩০
ছবি : বাসস

খুলনা, ৬ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর আঞ্চলিক পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে রাজু সানার দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলের বড় জয় পেয়েছে খুলনা জেলা দল। 

গতকাল বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায়, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় খুলনা জেলা দল বনাম ঝিনাইদহ জেলা দল। আগামী ১২ অক্টোবর ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে ফিরতি ম্যাচে এ দু’দল আবারও লড়াইয়ে নামবে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে আগ্রাসী ফুটবল খেলতে থাকে দু’দল। বিশেষ কওে ঝিনাইদহর  একের পর এক আক্রমণ খুলনার দক্ষ ডিফেন্ডাররা প্রতিহত করে। ১৩ মিনিটের ডানপ্রান্ত থেকে পিয়াস ডিবক্সের সামনে বল ফেললে ১০নং জার্সিধারী রাজু সানা হেডে গোলরক্ষককে পরাস্ত করে খুলনাকে এগিয়ে দেন (১-০)। গোল করে খুলনা যেন প্রাণ ফিরে পায়। আক্রমনের মাত্রা বাড়িয়ে দেয় তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্ণার কিক থেকে খুব সহজে জালে বল পাঠায় সাব্বির (২-০)। 

বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ঝিনাইদহ। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ফলও পায় ৫১ মিনিটে। শহিদুল গোল করে ব্যবধান কমান। গোল হজম করে খুলনাও তাদের আক্রমণ বাড়িয়ে দেয়। ৫৭ ও ৬৬ মিনিটে দু’টি গোল করে রাজু সানা তার হ্যাটট্রিক পুর্ণ করে দলের ব্যবধান ৪-১’এ নিয়ে যান। পিছিয়ে পড়ে খেলায় সমতা ফেরাতে ব্যস্ত হয়ে পড়ে ঝিনাইদহ। খেলার শেষ দিকে ৮৬ মিনিটে সাজ্জাদ গোল করে ব্যবধান (৪-২) করেন। 

ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন খুলনার রাজু সানা। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু; খালি করা হল হোটেল
আয়নাঘরে বন্দীদের নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : ফ্যাক্টওয়াচ
রাশিয়ার তেল শোধনাগারে হামলা 
হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল
মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশসহ আহত ১২০
গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট সংখ্যা ৩৩০
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
১০