জাতীয় চ্যাম্পিয়নশীপে রাজু’র হ্যাটট্রিকে ঝিনাইদহকে হারাল খুলনা

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৬:১০ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৬:৩০
ছবি : বাসস

খুলনা, ৬ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর আঞ্চলিক পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে রাজু সানার দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলের বড় জয় পেয়েছে খুলনা জেলা দল। 

গতকাল বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায়, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় খুলনা জেলা দল বনাম ঝিনাইদহ জেলা দল। আগামী ১২ অক্টোবর ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে ফিরতি ম্যাচে এ দু’দল আবারও লড়াইয়ে নামবে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে আগ্রাসী ফুটবল খেলতে থাকে দু’দল। বিশেষ কওে ঝিনাইদহর  একের পর এক আক্রমণ খুলনার দক্ষ ডিফেন্ডাররা প্রতিহত করে। ১৩ মিনিটের ডানপ্রান্ত থেকে পিয়াস ডিবক্সের সামনে বল ফেললে ১০নং জার্সিধারী রাজু সানা হেডে গোলরক্ষককে পরাস্ত করে খুলনাকে এগিয়ে দেন (১-০)। গোল করে খুলনা যেন প্রাণ ফিরে পায়। আক্রমনের মাত্রা বাড়িয়ে দেয় তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্ণার কিক থেকে খুব সহজে জালে বল পাঠায় সাব্বির (২-০)। 

বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ঝিনাইদহ। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। ফলও পায় ৫১ মিনিটে। শহিদুল গোল করে ব্যবধান কমান। গোল হজম করে খুলনাও তাদের আক্রমণ বাড়িয়ে দেয়। ৫৭ ও ৬৬ মিনিটে দু’টি গোল করে রাজু সানা তার হ্যাটট্রিক পুর্ণ করে দলের ব্যবধান ৪-১’এ নিয়ে যান। পিছিয়ে পড়ে খেলায় সমতা ফেরাতে ব্যস্ত হয়ে পড়ে ঝিনাইদহ। খেলার শেষ দিকে ৮৬ মিনিটে সাজ্জাদ গোল করে ব্যবধান (৪-২) করেন। 

ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন খুলনার রাজু সানা। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩৫৯
শিক্ষা খাতের উন্নয়নে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন: এনইউ উপ-উপাচার্য
এসএমই উদ্যোক্তাদের জন্য বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে স্বর্ণ চুরি : কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে গ্রেফতার ৪ নারী
বিনিয়োগের সময় গুজবে কান না দেওয়ার পরামর্শ বিএসইসির
রাজশাহী দেশের সবচেয়ে সুন্দর নগরী: আলোচনায় বক্তারা
নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ডিএসইতে আজ সূচক কমলেও লেনদেন বেড়েছে
রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ দ্রুত ফেরত পেতে আশাবাদী বাংলাদেশ ব্যাংক
ডিএসসিসির অবসরভাতা ও অবসরজনিত সুবিধা পরিকল্পনা নীতিগত অনুমোদন
১০