রোগীরা অনলাইনে সহজে টিকেট পেলে উপকৃত হবেন : উপাচার্য বিএসএমএমইউ

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:২১

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, রোগীদের কষ্ট লাঘবে অনলাইনে বহির্বিভাগের টিকেট সহজে প্রাপ্তির উপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, অনলাইনে সম্পূর্ণরূপে বহির্বিভাগের টিকেট প্রাপ্তি ও অ্যাপয়েনমেন্ট নিশ্চিত করা গেলে রোগীরা উপকৃত হবেন। এতে করে বহির্বিভাগে টিকেট প্রাপ্তির জন্য রোগীদের ভিড় এড়ানো সম্ভব হবে।

আজ বিএসএমএমইউ প্রশাসনের সঙ্গে আইসিটি সেলের এক সভা শেষে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ কার্যক্রম সম্পন্ন করা হলে রোগীরা ডাক্তার দেখানোর জন্য নির্ধারিত সময়ে এসে চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্র নিতে পারবেন। এতে করে রোগীদের সময়ও সাশ্রয় হবে। রোগীরা বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রবেশ করে এই সেবা নিতে পারবেন।

উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অনলাইনে অ্যাপয়েনমেন্টসহ টিকেট প্রাপ্তি, অনলাইনে টিকেটের মূল্য প্রদান, রোগীর প্রয়োজন অনুযায়ী বিভাগ নির্ধারণ করে দেয়াসহ এই সেবা কার্যক্রম সম্প্রসারণসহ সম্পূর্ণরূপে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রোগীদের সুবিধার্থে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা কার্যক্রম জোরদারের লক্ষ্যে তিনি বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

সভায় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আকতারুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুপ্রশিক্ষিত আইনজীবী কার্যকর বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : জোনায়েদ সাকি
শেওড়াপাড়া মেট্রো স্টেশনে ৮ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় 
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম
খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল
বিএনপি ক্ষমতায় গেলে সংবাদমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেবে হবে: মির্জা ফখরুল 
সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি : সমাজকল্যাণ উপদেষ্টা
ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার
আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা 
১০