নড়াইল, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার ৩ উপজেলায় ৯৮ হাজার ৫৬২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৯৯৬টি কেন্দ্রে শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে।
আজ বুধবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী জানান, ৬ মাস থেকে ১১মাস বয়সী মোট ১১হাজার ৯০৭ শিশুকে একটি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬৫৫ শিশুকে একটি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে ২ হাজার ৪’শ৭৬ জন কর্মী নিয়োজিত থাকবেন।
অবহিতকরণ সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।