নড়াইলে ৯৮ হাজার ৫৬২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:১১
৯৮ হাজার ৫৬২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। ছবি : বাসস

নড়াইল, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার ৩ উপজেলায় ৯৮ হাজার ৫৬২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল  খাওয়ানো হবে।

আগামী  ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৯৯৬টি কেন্দ্রে শিশুদের ‘এ’ ক্যাপসুল  খাওয়ানো হবে। 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী জানান, ৬ মাস থেকে ১১মাস বয়সী মোট ১১হাজার ৯০৭ শিশুকে একটি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১  বছর থেকে ৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬৫৫ শিশুকে একটি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে  ২ হাজার ৪’শ৭৬ জন কর্মী নিয়োজিত থাকবেন।

অবহিতকরণ সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
চুরি হওয়া অর্থ ফেরাতে কলম্বোর সহায়তা চেয়েছে ঢাকা
ঢাকার উদ্দেশে ব্যাংকক ছেড়েছেন প্রধান উপদেষ্টা
ইংলিশ লিগ: ফার্নান্দেসের গোলে স্বস্তির জয়ে চতুর্থ স্থানে চেলসি
ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন রাবাদা
ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
১০