কিশোরীর স্বাস্থ্যসেবায় মোবাইল অ্যাপ

বাসস
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৬:১০
ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : শাহীনুর রোদেলার বাসা জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকায়। স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়েন। তিনি বয়ঃসন্ধিকালের শুরুতে তথ্য ও সঠিক স্বাস্থ্যসেবার অভাবে নানা সমস্যায় ভুগতেন। বিশেষ করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন তিনি। শুধু রোদেলা-ই নন, তার সমবয়সী প্রায় সবারই একই সমস্যার কথা শোনা যায়। তবে এখন স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে কৈশোরকালের বিভিন্ন বিষয়ে তারা তথ্য জানতে পারেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। 

ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে দেশজুড়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা দিতে কৈশোর স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট (https://adoinfo.dgfp.gov.bd)  ও মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে সরকার। যা কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

উন্নয়নের সব সূচকেই এগিয়েছে বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য কিংবা কৃষি-প্রতিটি খাতেই সাফল্যের হার উল্লেখযোগ্য। ডিজিটাল সেবার আওতা যেমন বেড়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে সেবাগ্রহীতার সংখ্যাও। একটা সময় কিশোরী স্বাস্থ্যসেবার বিষয়টি উপেক্ষিত হলেও এখন বেশ গুরুত্ব বেড়েছে। 

এ সংক্রান্ত তথ্য এবং সেবা আরও সহজতর করতে নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এবার  কৈশোর স্বাস্থ্য সেবায় দুটি অনলাইন পোর্টাল চালু হয়েছে। এ ধরনের প্রতিষ্ঠান ও পোর্টাল থেকে বাংলাদেশের লাখ লাখ কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা স্বাস্থ্য বিষয়ক তথ্য ও সেবা গ্রহণ করছে।

জানা যায়, ‘এডোলেসেন্ট হেলথ’ বা কৈশোর স্বাস্থ্য ওয়েবসবাইট ও মোবাইল অ্যাপস চালু করতে ইউনিসেফ ও সুইডিশ দূতাবাস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহাযোগিতা করে। কৈশোর স্বাস্থ্য বিষয়ক এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনে কিশোর স্বাস্থ্য সংক্রান্ত নানা তথ্যাদি সরবরাহ করা হচ্ছে। https://adoinfo.dgfp.gov.bd ও এ সংক্রান্ত অ্যাপস চালুর উদ্দেশ্য হচ্ছে কিশোর-কিশোরীদের সচেতনতা বাড়ানো এবং তাদের জন্য শারীরিক-মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য ও সেবার সহজ প্রাপ্তি নিশ্চিত করা। 

জানা যায়, বাংলাদেশে কিশোর-কিশোরীদের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখের বেশি। কিন্তু তারা তাদের সঠিকভাবে বেড়ে ওঠা ও বিকাশের  জন্য অপরিহার্য স্বাস্থ্যসেবা ও তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সামাজিক বাধার সম্মুখীন হয়। বয়ঃসন্ধিকাল একটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। অনেক কিশোর-কিশোরী তাদের সমস্যাগুলো ভয়ে কিংবা সঙ্কোচে কারও কাছে খুলে বলতে পারে না। এতে কিশোর-কিশোরীদের মানসিকসহ নানা সমস্যা দেখা দেয়। যা তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার অন্তরায়।  কেননা, মানসিক স্বাস্থ্য ও মানসিক অসুস্থতা সম্পর্কে একদিকে যেমন রয়েছে সচেতনতার অভাব, অন্যদিকে কমিউনিটিতে ব্যাপক মাত্রায় প্রচলিত রয়েছে এ বিষয়ক নানা নেতিবাচক ধ্যান-ধারণা ও কুসংস্কার।

আর যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মেয়ে ও ছেলে উভয়ের জন্যই বিশ্বাসযোগ্য তথ্য ও অত্যাবশ্যক সেবা খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে এই ডিজিটাল প্ল্যাটফর্ম তাদের তথ্য ও সহায়তা দিতে কাজ করবে। আয়োজকরা বলেন, এই জনগোষ্ঠীকে অন্ধকারে না রেখে সঠিক নির্দেশনা পেতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. নাজনীন আক্তার বলেন, বয়োঃসন্ধিকাল হলো একটি রূপান্তরের সময়। যখন কিশোর-কিশোরীরা বিস্তৃত পরিসরে পৃথিবীর মুখোমুখি হয়, মুখোমুখি হয় নতুন চ্যালেঞ্জের। এই অ্যাপ তাদের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। আর এই তথ্যগুলো জানার ক্ষেত্রে তারা বাবা-মা, বন্ধু এমনকি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের কাছে জিজ্ঞাসা করতে সাধারণত লজ্জা পেয়ে থাকে।

অ্যাপসটি চালুর বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সুইডেনের সাবেক রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, এই কৈশোর স্বাস্থ্য প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ মেয়ে ও ছেলের জীবন উন্নত করার সম্ভাবনা আছে। আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোর-কিশোরী স্বাস্থ্য প্ল্যাটফর্মগুলোতে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, পুষ্টি, সহিংসতা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষামূলক ও জেন্ডার ভিত্তিক নির্দেশিকা ও কোর্সের পাশাপাশি কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কীভাবে ও কোথায় পাওয়া যায় সে বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব, পিয়ার গ্রুপ (বন্ধু দল) এবং শিক্ষকদের সম্পৃক্ত করে অ্যাপসটির প্রচারে উদ্যোগ নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
চুরি হওয়া অর্থ ফেরাতে কলম্বোর সহায়তা চেয়েছে ঢাকা
ঢাকার উদ্দেশে ব্যাংকক ছেড়েছেন প্রধান উপদেষ্টা
ইংলিশ লিগ: ফার্নান্দেসের গোলে স্বস্তির জয়ে চতুর্থ স্থানে চেলসি
ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন রাবাদা
ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
১০