নাটোর, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ শনিবার সকাল দশটায় নাটোর আধুনিক সদর হাসপাতালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) মোঃ একরামুল হক, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এ সময় উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন জানান, জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিকেন্দ্রে একজন স্বাস্থ্য কর্মীর সঙ্গে দুইজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে এসব স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদসমূহে এবং স্থানীয়ভাবে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।