নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

বাসস
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৪:১৫
শনিবার নাটোর আধুনিক সদর হাসপাতালে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ছবি: বাসস।

নাটোর, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ শনিবার সকাল দশটায় নাটোর আধুনিক সদর হাসপাতালে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক)  আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) মোঃ একরামুল হক, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এ সময় উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন জানান, জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন একযোগে অনুষ্ঠিত হচ্ছে। 

প্রতিকেন্দ্রে একজন স্বাস্থ্য কর্মীর সঙ্গে দুইজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে এসব স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদসমূহে এবং স্থানীয়ভাবে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের বৈঠক 'আশার আলো' তৈরি করছে: মির্জা ফখরুল
সাতক্ষীরায় দর্শনার্থীদের পদচারনায় মুখরিত রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট
পরিবার পরিকল্পনা বিভাগের টিম ওয়ার্ক, ঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
প্রধান উপদেষ্টা থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন 
নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় এবি পার্টি
চুরি হওয়া অর্থ ফেরাতে কলম্বোর সহায়তা চেয়েছে ঢাকা
ঢাকার উদ্দেশে ব্যাংকক ছেড়েছেন প্রধান উপদেষ্টা
ইংলিশ লিগ: ফার্নান্দেসের গোলে স্বস্তির জয়ে চতুর্থ স্থানে চেলসি
ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন রাবাদা
ম্যান সিটি ছাড়ছেন ডি ব্রুইনা
১০