চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৬ জনের করোনা শনাক্ত

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২১:০৬

চট্টগ্রাম, ২০ জুন, ২০২৫ (বাসস): নগরীতৈ গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। তবে এদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। 

শুক্রবার বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ছয়টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩টি, শেভরনের ল্যাবে ১৬টি, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩টি, ন্যাশনাল হাসপাতালে ১৭টি, মেট্রোপলিটন হাসপাতালে ১০টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, শেভরনের ল্যাবে দুইজন, ন্যাশনাল হাসপাতাল ল্যাবে একজন এবং মেট্রোপলিটন হাসপাতালে দুইজন নতুন করোনা রোগী শনাক্ত হন।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার ৮১ জনের নমুনা পরীক্ষায় ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ছয়জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। 

মোট করোনা আক্রান্ত ৫৬ জনের মধ্যে ৪৯ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা এবং বাকি সাতজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যে চট্টগ্রামে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০