করোনায় চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু  

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৮:৫৫
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ২৩ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা অবস্থায় তারা করোনায় আক্রান্ত হয়ে নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষা করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রাবেয়া খাতুন (৯৫) নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা। আর কাজী আব্দুল আউয়াল (৮০) নোয়াখালী জেলার হলেও বসবাস করতেন চট্টগ্রাম শহরেই।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দুজনেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন নগরীর বাসিন্দা।

সবশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন আর মৃত্যুবরণ করেছেন ছয়জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০