করোনায় চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু  

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৮:৫৫
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ২৩ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা অবস্থায় তারা করোনায় আক্রান্ত হয়ে নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষা করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রাবেয়া খাতুন (৯৫) নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা। আর কাজী আব্দুল আউয়াল (৮০) নোয়াখালী জেলার হলেও বসবাস করতেন চট্টগ্রাম শহরেই।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দুজনেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন নগরীর বাসিন্দা।

সবশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন আর মৃত্যুবরণ করেছেন ছয়জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০