গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪১৬

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:১৭

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৪১৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৫ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দশজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫১ জন রয়েছেন। 

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩২ জন। 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১১ হাজার ৯৮ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৯ হাজার ৭৪১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি লতিফকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা 
দ্বিতীয় ওয়ানডেতে দলের সাথে থাকছেন না সিমন্স
তুর্কেমেনিস্তানকে হারিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ
বিগত দিনে সনাতন ধর্মালম্বী ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছে, বিচার পায়নি : নাহিদ ইসলাম
জোতার স্মরণে ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখবে লিভারপুল
ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে: ধর্ম উপদেষ্টা
মাগুরায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান জোরদারের ওপর সেমিনার 
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুমিল্লায় জামায়াতের খাবার বিতরণ
১৯৭৪ সালের চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরিয়া
১০