দাবি না মানলে স্বাস্থ্য সেবার কার্যক্রম বন্ধের ঘোষণা

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৫:০৫

নওগাঁ, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : বেতন বৈষম্য দূরীকরণ, পদোন্নতিসহ ৬ দফা দাবিতে নওগাঁয় আজ অবস্থান কর্মসূচী পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে কর্মসূচী পালন করেন স্বাস্থ্য সহকারীরা। এসময় তারা আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ইপিআইসহ স্বাস্থ্য সেবার সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদর উপজেলার সভাপতি নার্গিস আক্তার, মহাদেপুর উপজেলার সাধারণ সম্পাদক গোলাম সাকলাইনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ করে ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।

নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল হক বলেন, দেশের রোগ প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অপরিসীম। তবুও এখনও পর্যন্ত তাদের কোনো স্বীকৃতি নেই। বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। অথচ এখন সময় এসেছে বৈষম্যের অবসান ঘটিয়ে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি মেনে নেয়ার।

সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ বলেন, স্বাস্থ্য সহকারীরা তৃণমূল পর্যায়ে টিকাদান কর্মসূচীসহ স্বাস্থ্যসেবার নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে তারা অবহেলিত ও বঞ্চিত। আমাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হয়েছে। আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০