বাসস
  ১৮ অক্টোবর ২০২৩, ১৪:৩২

পুতিনকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ থাই প্রধানমন্ত্রীর

ব্যাংকক, ১৮ অক্টোবর, ২০২৩ (বাসস ডেস্ক): থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আগামী বছর সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার বেইজিংয়ে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার রাতে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ফোরামের সম্মেলনের ফাঁকে ¯্রথো ও পুতিন বৈঠক করেন। তারা বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।
¯্রথো বলেন, আমি পুতিনকে আগামী বছর থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানিয়েছি।
থাই সরকারের বিবৃতি থেকে জানা গেছে, পুতিন এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।
এদিকে ¯্রথোর সাথে আলোচনাকালে পুতিন অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দ্বিপাক্ষিক বাণিজ্যের পতনের জন্যে দু:খ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চলতি বছর পর্যটন নির্ভর থাইল্যান্ড ভ্রমণ করেছেন ১০ লক্ষাধিক রুশ পর্যটক।
গত বছর থাইল্যান্ড ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে চীন ও ভারতের সাথে তাল মিলিয়ে ভোট দানে বিরত ছিল।
এদিকে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নির্বাসনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এ প্রেক্ষিতে থাইল্যান্ড রাশিয়ার সাথে সহযোগিতা মূলক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।