কুম্ভমেলার জন্য ইন্ডিয়া প্রস্তুত

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ২১:২২

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় জমায়েত কুম্ভমেলা সোমবার ইন্ডিয়াতে শুরু হতে যাচ্ছে। আয়োজকরা মনে করছে ছয় সপ্তাহের এই হিন্দু ধর্মীয় উৎসবে চল্লিশ কোটি পুণ্যার্থী অংশ নেবেন। খবর এএফপি’র। 

আয়োজকরা বলছেন, কুম্ভমেলার প্রস্তুতির ব্যাপারটা এমন যে তাদেরকে একটা অস্থায়ী দেশ তৈরি করতে হচ্ছে। যে দেশে আমেরিকা ও কানাডার সম্মিলিত মানুষের চেয়ে বেশি সংখ্যক মানুষ ছয় সপ্তাহের জন্য বাস করবে। 

মেলার মুখপাত্র বিবেক চতুর্বেদী বলছেন, পয়ত্রিশ কোটি থেকে চল্লিশ কোটি ভক্ত-সাধু মেলায় আসছেন; বুঝতেই পারছেন প্রস্তুতির ব্যাপারটা কেমন। চতুর্বেদী আরো বলছেন, প্রায় দেড় লাখ টয়লেট নির্মাণ করা হয়েছে। কমিউনিটি রান্নাঘরের একটি থেকে একবারে পঞ্চাশ হাজার মানুষ খেতে পারবে। মেলা স্থলে আটষট্রি হাজার এলইডি লাইট সেট করা হয়েছে যার আলো আকাশ থেকে দেখা যাবে। 

২০১৯ সালে যখন শেষবার আধা কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল তখন মেলাতে চব্বিশ কোটি পুণ্যার্থী অংশ নিয়েছিল। ভারত সরকার সূত্রে এমন জানা গেছে। 

ভারত সরকার কুম্ভমেলাকে ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতির এক মেলবন্ধন হিসাবে ভাবে। যা একটা ছোট্র ইন্ডিয়াকে তুলে ধরে। যেখানে কোটি কোটি মানুষ আসে, কোনো নিমন্ত্রণ ছাড়াই।  

কুম্ভমেলা অনুষ্ঠিত হয় গঙ্গা, যমুনা ও পৌরানিক স^রস্বতী নদীর মোহনায়। যেখানে হাজার হাজার মানুষ পূন্য লাভের আশায় একসাথে স্নান করে। অনেকে সপ্তাহ ধরে হেঁটে মেলাস্থলে পৌঁছেন। হিন্দুরা মনে করে যারা গঙ্গা, যমুনা ও সরস্বতীর পবিত্র জলে গোসল করে তারা পাপ থেকে মুক্ত হয়। পুনর্জন্মের চক্র ভেঙ্গে বেরিয়ে যায়। পাপ থেকে পরিত্রাণ পায়।   

ইউনেস্কো ভারতের এই কুম্ভমেলাকে আধ্যাত্মিক সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০