বাসস
  ০২ নভেম্বর ২০২৩, ১১:১৩

গাজায় শরণার্থী শিবিরে নতুন হামলায় ‘কয়েক ডজন’ মানুষ নিহত

গাজা উপত্যকা (ফিলিস্তিন), ২ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ায় বুধবার ইসরাইলের দ্বিতীয় বোমা হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছে। তারা মঙ্গলবার এ শরণার্থী শিবিরে ব্যাপক বিমান হামলা চালায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, সেখানে  দখলদার বাহিনীর বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিক শহীদ ও আহত হয়েছে। এ শিবিরে মঙ্গলবারের বোমা হামলার কথা স্বীকার করার একদিন পর তারা এ হামলা চালায়। সেখানে তাদের হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ এক কমান্ডার।
এএফপি’র ভিডিও ফুটেজে দেখা যায়, সেখানে ইসরাইলি হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে উদ্ধারকর্মীরা জানান, বুধবারের হামলায় ওই শীর্ষ নেতার পরিবারের সকলেই নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
ইসরাইলি কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী , ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইলে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৪০০ জন নিহত হয়েছে। এ সময় ২৩০ জনেরও বেশি লোককে জিম্মি করার পর ইসরাইল গাজা অবরোধ করে এবং সেখানে ব্যাপক বোমা হামলা চালায়।
গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরাইলের হামলায় ৮’৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৩,০০০ এরও বেশি শিশু রয়েছে।
সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং অর্ধেকেরও বেশি জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।