শিরোনাম
ওয়াশিংটন, ৭ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সাথে যুদ্ধ শেষে তার দেশ অনির্দিষ্ট কালের জন্যে গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে।
সোমবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে নেতানিয়াহু এ কথা বলেন।
তিনি বলেন, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েল আক্রমণের পর থেকে দেশটি গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলায় ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা চার হাজারেরও বেশি।
কিন্তু সাক্ষাতকারে নেতানিয়াহু নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
এদিকে জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তিনি এক পক্ষকে সমর্থন দিতে পারেন না।
নেতানিয়াহু বলেন, জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত কোন যুদ্ধবিরতি নয়।