বাসস
  ১৪ নভেম্বর ২০২৩, ১৩:৪৬

গাজায় ইসরাইলের পাল্টা হামলা ‘গুরুতর’ : ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাসিলিয়া, ১৪ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : ব্রাজিলের প্রেসিডেন্ট  লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার ইসরাইকে গাজা উপত্যকায় ‘কোনও বাছ-বিচার ছাড়াই নিরপরাধ মানুষ হত্যা’ করার জন্য অভিযুক্ত করেছেন এবং সেখানে তাদের কর্মকান্ড ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাসের হামলার মতো ‘গুরুতর’ বলে মনে করেছেন। খবর এএফপি’র।
লুলা দা সিলভা বলেন, ‘হামাসের উস্কানিমূলক হামলার পর ইসরাইলের পাল্টা পদক্ষেপ হামাসের ইসরাইলে হামলার মতোই গুরুতর। এক্ষেত্রে ইসরাইল কোন বাছ-বিছার ছাড়াই নিরাপরাধ মানুষকে হত্যা করছে।’
ল্যাটিন আমেরিকার বৃহত্তম এ দেশের নেতা সন্ত্রাসী রয়েছে এমন অজুহাতে বিভিন্ন হাসপাতালে এবং শিশু রয়েছে এমন অনেক স্থানে বোমা হামলা চলানোয় ইসরাইলকে অভিযুক্ত করেন।
লুলা বলেন, ‘এটি ব্যাখ্যাতীত। প্রথমে আপনাকে নারী ও শিশুদের বাঁচাতে হবে। তারপর আপনি যার সাথে চান যুদ্ধ করুন।’
ব্রাজিলের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিরা এসব মন্তব্যকে ‘ভুল’, ‘অন্যায়’ এবং ‘বিপজ্জনক’ বলে নিন্দা করে বলেছেন, তারা ‘ইসরাইল এবং হামাসকে একই স্তরে রাখে।’
ইসরাইল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায়  ১,২০০ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরাইলে হামলা চালানোর সময় হামস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে।
এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১,২৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ৪,৬৩০ শিশু রয়েছে।