বাসস
  ৩০ নভেম্বর ২০২৩, ১২:৩৩

কাজাখস্তানের আলমাটিতে হোস্টেলে আগুনে ১৩ জন নিহত

আলমাটি, কাজাখস্তান, ৩০ নভেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : কাজাখস্তানের বৃহত্তম নগরী আলমাটিতে
বৃহস্পতিবার ভোরের দিকে একটি হোস্টেলে ভয়াবহ আগুনে ১৩ জন মারা গেছে। নগরীর জরুরি বিভাগ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জরুরী বিভাগের এক বিবৃতিতে বলা হয়, দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জোর প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিকভাবে সেখান থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা গেছে। তারা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা যায়।
বিবৃতিতে বলা হয়, সাবেক রাজধানীর কেন্দ্রস্থল আদি শারিপভ স্ট্রিটে স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
জরুরি বিভাগ জানায়, আগুন লাগার সময় হোস্টেলে ৭২ জন ছিলেন। তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সকাল ৬টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এই ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।