বাসস
  ১১ ডিসেম্বর ২০২৩, ১৪:১৩

ফিলিস্তিন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ১২ ডিসেম্বর পুনরায় শুরু 

জাতিসংঘ, ১১ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : ফিলিস্তিন সম্পর্কিত জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশন ১২ ডিসেম্বর পুনরায় শুরু হবে। সাধারণ পরিষদের প্রেস সার্ভিসের সভাপতি এ কথা জানান।
প্রেস সার্ভিস জানায়, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এইচই মি. ডেনিস ফ্রান্সিস সদস্য রাষ্ট্রগুলোকে জানিয়েছেন, তিনি ১২ ডিসেম্বর মঙ্গলবার সাধারণ পরিষদের দশম ইমার্জেন্সি স্পেশাল সেশন-এর ৪৫তম পূর্ণাঙ্গ অধিবেশন আহ্বান করবেন।’ 
খবর বার্তা সংস্থা তাস’র।
মিশর ও মৌরিতানিয়ার অনুরোধে বৈঠকটি শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে।