বাসস
  ১২ ডিসেম্বর ২০২৩, ১৩:০৩

গাজা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হচ্ছে

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ১২ ডিসেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক): নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পর গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্যে একটি বাধ্য বাধকতাহীন প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার ভোটাভুটির আয়োজন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।
গত শুক্রবার নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলে যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যায়।
এ প্রেক্ষিতে চাপ তৈরির লক্ষ্যে সাধারণ পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। এর উদ্যোগ নিয়েছে আরব দেশগুলো।
এদিকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাশে ব্যর্থ হওয়ার পর বলেছেন, পরিষদের কর্তৃত্ব ও বিশ^াসযোগ্যতা ক্ষুন্ন হয়েছে। একইসঙ্গে তিনি  গাজা উপত্যকায় জনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে বলেও সতর্ক করেছেন।  
এছাড়া আরো অনেক দেশ ও মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে।
গত ৭ অক্টোবর ইসায়েলে ফিলিস্তিনী সংগঠন হামাসের হামলায় ১২শ’ লোক নিহত হয়েছে। কিন্তু গাজায় ইসরাইয়েলর পাল্টা হামলা শুরুর পর এই পর্যন্ত ১৮ হাজার ২০৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
চলমান যুদ্ধে জাতিসংঘের ত্রাণকর্মী প্রাণ হারিয়েছে একশ’রও বেশি।