বাসস
  ১১ মে ২০২৪, ১৬:১৮

জিহ্বার ক্যান্সারে ভুগছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি

লিমা, ১১ মে, ২০২৪(বাসস ডেস্ক): পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির জিহ্বায় ক্যান্সার শনাক্ত হয়েছে। এ কথা তিনি নিজেই বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায়।
ফুজিমোরি ১৬ বছর কারাভোগের পর ডিসেম্বরে মুক্তি পান। তাঁর ২৫ বছর কারাভোগের কথা থাকলেও ভগ্ন স্বাস্থ্যের জন্যে মানবিক কারণে তাকে মুক্তি দেয়া হয়।
ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। এখন তার বয়স ৮৫ বছর।
তাঁকে ২০০৯ সালে ২৫ বছরের জন্য কারাদ- দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯২ সালে ২৫ ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে তাঁকে ওই কারাদ- দেওয়া হয়।
ভিডিওতে ফুজিমোরি বলেন, ‘এখন আমি আমার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমি একটি নতুন যুদ্ধের মুখোমুখি।’
তিনি আরো বলেছেন, ‘জিহ্বায় নতুন একটি টিউমার শনাক্ত হয়েছে যা মেলিগন্যান্ট। সুতরাং পরিবারকে সাথে নিয়ে আমি চিকিৎসা শুরু করতে যাচ্ছি।’
উল্লেখ্য, ২০১৭ সালে তাঁর প্রশাসনের কর্মকান্ডের জন্যে তিনি ক্ষমা চেয়েছিলেন।
বাসস/জুনা/১৬১৫/-আসাচৌ

জিহ্বার ক্যান্সারে ভুগছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি
লিমা, ১১ মে, ২০২৪(বাসস ডেস্ক): পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির জিহ্বায় ক্যান্সার শনাক্ত হয়েছে। এ কথা তিনি নিজেই বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায়।
ফুজিমোরি ১৬ বছর কারাভোগের পর ডিসেম্বরে মুক্তি পান। তাঁর ২৫ বছর কারাভোগের কথা থাকলেও ভগ্ন স্বাস্থ্যের জন্যে মানবিক কারণে তাকে মুক্তি দেয়া হয়।
ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। এখন তার বয়স ৮৫ বছর।
তাঁকে ২০০৯ সালে ২৫ বছরের জন্য কারাদ- দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে। এর মধ্যে ১৯৯১ ও ১৯৯২ সালে ২৫ ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে তাঁকে ওই কারাদ- দেওয়া হয়।
ভিডিওতে ফুজিমোরি বলেন, ‘এখন আমি আমার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমি একটি নতুন যুদ্ধের মুখোমুখি।’
তিনি আরো বলেছেন, ‘জিহ্বায় নতুন একটি টিউমার শনাক্ত হয়েছে যা মেলিগন্যান্ট। সুতরাং পরিবারকে সাথে নিয়ে আমি চিকিৎসা শুরু করতে যাচ্ছি।’
উল্লেখ্য, ২০১৭ সালে তাঁর প্রশাসনের কর্মকান্ডের জন্যে তিনি ক্ষমা চেয়েছিলেন।