বাসস
  ১১ মে ২০২৪, ১৬:২০

ইউক্রেনীয় সৈন্যরা ডিপিআর-এ একদিনে ১৪ বার গোলাবর্ষণ করেছে

দোনেৎস্ক, ১১ মে, ২০২৪ (বাসস ডেস্ক) : ইউক্রেনীয় বাহিনী গত ২৪ ঘন্টায় দোনেৎস্ক পিপলস রিপাবলিক(ডিপিআর)-এর আবাসিক এলাকায় ১৪ বার গোলাবর্ষণ করে দুই বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ইউক্রেনীয় যুদ্ধাপরাধ সম্পর্কিত বিষয়ক নিয়ন্ত্রণ ও সমন্বয়ের যৌথ কেন্দ্র (জেসিসিসি)-এর ডিপিআর মিশনের টেলিগ্রাম চ্যানেল এ কথা জানায়। খবর বার্তা সংস্থা তাস’র।
ডিপিআর মিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৪টি হামলার তথ্য রেকর্ড করেছে। এসব হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত ও দুইজন আহত হয়েছে। এছাড়া ১৭টি আবাসিক ভবন, দুটি মোটর গাড়ি, একটি আবর্জনা ফেলার ট্রাক ও একটি বেসামরিক স্থাপনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বিবৃতিতে আরো জানায়, প্রতিপক্ষ সামগ্রিকভাবে বিভিন্ন অস্ত্রশস্ত্রের মাধ্যমে ৩৯ রাউন্ড গুলি করেছে।