বাসস
  ১৩ মে ২০২৪, ১৬:৩৯

আজারবাইজানের সাথে ভূমি চুক্তির বিরোধিতা করা ১৫১ জন বিক্ষোভকারীকে আটক করেছে আর্মেনিয়া পুলিশ

ইয়েরেভান, ১৩ মে, ২০২৪ (বাসস ডেস্ক) : আর্মেনিয়ান পুলিশ সোমবার বলেছে, তারা আজারবাইজানকে জমি দেওয়ার সরকারি পরিকল্পনার বিরোধিতা করা কয়েক ডজন লোককে গ্রেফতার করেছে। সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে রাজধানী ইয়েরেভানে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে ১৫১ জনকে গ্রেফতার করার খবর নিশ্চিত করেছে। এরআগে ৮৮ জনকে গ্রেফতার করার কথা জানানো হয়েছিল।
পুলিশের দেওয়া আগের এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা ইয়েরেভানের কোনও সড়ক অবরোধ করতে পারেনি।