বাসস
  ২৪ মে ২০২৪, ১৬:৩৫

ভারতীয় নিরাপত্তা বাহিনী আট মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে

রায়পুর, ভারত, ২৪ মে, ২০২৪ (বাসস ডেস্ক) : ভারতীয় নিরাপত্তা বাহিনী সর্বশেষ সংঘর্ষে অন্তত আট মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছে। পুলিশ শুক্রবার একথা জানায়।
দেশটির কেন্দ্রীয় বনাঞ্চলে এক দশক ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘাত চলছে।
চলতি বছর মধ্যাঞ্চলীয় রাজ্যে ছত্তিশগড়ে বিদ্রোহী শিবিরে বেশ কয়েকটি মারাত্মক হামলা হয়েছে।  সেখানকার এক প্রত্যন্ত অঞ্চলে গেরিলাদের ওপর দু’দিন ধরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়। খবর এএফপি’র।
বিদ্রোহী অঞ্চলটিতে গোপন বৈঠক করছে এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী দান্তেওয়াড়া জেলার একটি জঙ্গল ঘিরে ফেলে।
মহা পুলিশ পরিদর্শক ওম প্রকাশ পাল এএফপিকে বলেন, বৃহস্পতিবার ৭ বিদ্রোহী নিহত এবং শুক্রবার অপর একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।
তিনি বলেন, মাওবাদীরা বৃহস্পতিবার দিনব্যপী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ক্রমাগত গুলিবর্ষণ করতে থাকে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের পরিসংখ্যান অনুসারে, ছত্তিশগড়ে মাওবাদীদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এই বছর ভারতে ১শ’র বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে।
বিদ্রোহীরা ১৯৬৭ সাল থেকে গেরিলা হামলা চালিয়ে আসছে। নকশাল নামে পরিচিত বিদ্রোহীরা গ্রামীণ দরিদ্রদের জন্য লড়াই করার দাবি করে আসছে।