বাসস
  ০৪ জুন ২০২৪, ১৩:১৯

শিইবাউমের জয়ের পরের দিন মেয়র নিহত: আঞ্চলিক সরকার

মেক্সিকো সিটি, ৪ জুন, ২০২৪ (বাসস ডেস্ক): ক্লডিয়া শিনবাউম লাতিন আমেরিকার দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাত্র ২৪ ঘন্টা পর সোমবার পশ্চিম মেক্সিকোতে একটি শহরের মেয়রকে হত্যা করা হয়েছে। আঞ্চলিক সরকার এ কথা বলেছে।
আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছে, মিচোয়াকান রাজ্য সরকার ‘কোটিজার পৌরসভার সভাপতি (মেয়র) ইয়োলান্ডা সানচেজ ফিগুয়েরো হত্যার’ নিন্দা করেছে।
ব্যাপক লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রবণ দেশটিতে শিনবাউমের বিশাল বিজয় পরিবর্তনের আশা জাগানোর পরে এই মহিলা মেয়রের হত্যাকান্ড ঘটে।
স্থানীয় মিডিয়া জানায়, ২০২১ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়া সানচেজকে একটি রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে।
কর্তৃপক্ষ হত্যার বিষয়ে বিস্তারিত জানায়নি, তবে বলেছে, খুনিদের গ্রেপ্তারে নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে।
মিচোয়াকানের প্রতিবেশী জালিসকো রাজ্যের গুয়াদালাজারা শহরের একটি শপিংমল থেকে বের হওয়ার সময় গত বছরের সেপ্টেম্বরে এই রাজনীতিবিদকে অপহরণ করা হয়েছিল।
তিন দিন পরে ফেডারেল সরকার বলেছিল তাকে জীবিত পাওয়া গেছে।
সেই সময়ে স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, শক্তিশালী মাদক চক্র জালিস্কো কার্টেল - নিউ জেনারেশন (সিজেএনজি) এর অন্তর্গত অপহরণকারীরা মেয়রকে অপহরণ করে। অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে পৌরসভার পুলিশ বাহিনীর পদক্ষেপের বিরোধিতা করে তারা হুমকি দিয়েছিল।