বাসস
  ০৯ জুন ২০২৪, ১৩:৫৭

হাঁপানিতে আক্রান্ত হাইতির প্রধানমন্ত্রী হাসপাতালে

পোর্ট-অ-প্রিন্স, ৯ জুন , ২০২৪ (বাসস ডেস্ক): হাইতির নতুন প্রধানমন্ত্রী গ্যারি কনিলকে ‘সামান্য অসুস্থতার’ পরে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার অবস্থা স্থিতিশীল বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রীর প্রেস অফিসের বিবৃতিতে বলা হয়, সপ্তাহ ধরে ব্যাপক কাজকর্মের পর শনিবার বিকেলে তিনি সামান্য অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে যান।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।”
তবে নাম প্রকাশ না করার শর্তে সরকারি একটি সূত্র বলেছে, প্রধানমন্ত্রী হাঁপানিতে আক্রান্ত হয়েছেন এবং সম্ভবত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।
হাইতির প্রেসিডেন্সিয়াল ট্রানজিশনাল কাউন্সিল ৫৮ বছর বয়সী কনিলকে ২৯ মে প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করে। সোমবার তিনি শপথ নেন।
প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসক হওয়া কনিল  ২০১১-২০১২ সালে স্বল্প সময়ের জন্য হাইতির প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন।
প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি জাতিসংঘের সাহায্য সংস্থা ইউনিসেফের আঞ্চলিক পরিচালক ছিলেন।