বাসস
  ২৩ জুন ২০২৪, ১৫:৫৩

রাশিয়ার পশ্চিমে স্মোলেনস্ক অঞ্চলে ড্রোন হামলা প্রতিহত

মস্কো, ২৩ জুন, ২০২৪ (বাসস ডেস্ক) : রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্ক এলাকার আকাশে মনুষ্যবিহীন বেশ কয়েকটি ড্রোন গুলি চালিয়ে ভূপাতিত করেছে। গভর্নর ভ্যাসিলি আনোখিন টেলিগ্রামে দেওয়া এক বার্তায় একথা লিখেছেন। খবর তাসের।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিমান প্রতিরক্ষা বাহিনী স্মোলেনস্ক ও ইয়ার্তসেভোর আকাশে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ড্রোনগুলোর টুকরো টুকরো অংশ মাটিতে পড়ার কারণে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’