বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫২

নাইজারে প্রবল বর্ষণে আরো ১৫ জনের প্রাণহানি

নিয়ামি, নাইজার, ২ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক): নাইজারে ভারী বৃষ্টিতে অন্তত আরো ১৫ জনের প্রাণহানি হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ রবিবার এ কথা জানিয়েছে।
গত জুন মাস থেকে আফ্রিকার সাহেল অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ২১৭ জনের প্রাণহানি হয়েছে।
বৃষ্টির কারণে সাড়ে তিন লাখেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে গত সপ্তাহে বন্যার পানি বেড়ে দেশের অন্যান্য অঞ্চলের সাথে রাজধানী নিয়ামির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নাইজারে শুক্রবার দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনৈতিক রাজধানী মারাদিতে সর্বশেষ প্রাণহানির এ ঘটনা ঘটে।
আঞ্চলিক গভর্নর ইসুফু মামানে সরকারি টেলিভিশন’কে বলেন, আমরা ১৫ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছি। এছাড়া আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ও লিপিবদ্ধ হয়েছে।
স্থানীয় টেলিভিশনে বলা হয়েছে, শুক্রবার নগরীতে ৯০ মিনিটে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
টেলিভিশনের খবরে বলা হয়, প্রবল বর্ষণের ফলে কিছু এলাকায় খাবার পানি ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
নাইজারে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। এ সময় বিপুল প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটিতে ২০২২ সালে ১৯৫ জন মারা যায় এবং চারলাখ লোক ক্ষতিগ্রস্ত হয়।