গুয়ানতানামো কারাগার থেকে ১১ জনকে ওমানে স্থানান্তর

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫০

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ১১ জন ইয়েমেনি বন্দিকে ওমানে স্থানান্তর করা হয়েছে। ক্ষমতা ছাড়ার মাত্র দুই সপ্তাহ আগে সোমবার বন্দিদের সরিয়ে নিয়েছে জো বাইডেন প্রশাসন। বাইডেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। এখন কুখ্যাত কারাগারটিতে মাত্র ১৫ জন বন্দি রইলো। 

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানায়, ওমানের সহায়তায় ১১ জন ইয়েমেনি বন্দিকে গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি দেওয়া হলো। তবে তাদেরকে তাদের নিজ দেশে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে ওমানে। সেখানে তাদের পুনর্বাসন করা হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়দার হামলার পর তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ শুরু করে যুক্তরাষ্ট্র। সেই সময় আফগানদের আটক রাখতে তৈরি করা হয় গুয়ানতানামো বে’র কারাগার। এরপর এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের বহু মানুষকে সেখানে বিনা বিচারে আটক রেখে মার্কিন সৈন্যরা বন্দিদের ওপর অমানসিক নির্যাতন চালায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০