বাসস
  ০৯ জানুয়ারি ২০২৫, ১২:০৭

দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল:হোয়াইট হাউস

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় ইতালি সফর বাতিল করেছেন। তিনি রোমে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করার কথা ছিল। হোয়াইট হাউস বুধবার এই কথা বলেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, দমকল এবং জরুরি বিভাগের কর্মীদের সাথে বৈঠক করার পর আজ ভোরে ওয়াশিংটনে ফিরে এসে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তার সর্বশেষ বিদেশ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শনিবার ইতালি সফর করার কথা ছিল।