শিরোনাম
বেইজিং, ৩০ ডিসেম্বর, ২০২৪ (বাসস) : চীনের নেতা শি জিনপিং সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, তাদের দুই দেশের মধ্যে সম্পর্কটি ছিল ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ’। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি’র উদ্ধৃতি দিয়ে এএফপি একথা জানায়।
সিসিটিভি রিপোর্ট করেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শি এক শোক বার্তায় বলেন, ‘চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী। সুস্থ, স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের জন্যই এটা প্রয়োজন এবং তা টেকসইভাবে সঠিক পথেই এগিয়ে চলছে।’