নিউ অরলিয়েন্স হামলায় সন্দেহভাজন সাবেক মার্কিন সেনা সদস্য

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৪:৪২
নিউ অরলিয়েন্সে হামলায় সন্দেহভাজন ৪২ বছর বয়সি সামসুদ্দিন জব্বার (ইনসাইটে)

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্সে হামলায় সন্দেহভাজন ৪২ বছর বয়সি সামসুদ্দিন জব্বার দেশটির টেক্সাসের বাসিন্দা। সে মার্কিন সেনাবাহিনীতে আইটি এক্সপার্ট হিসেবে কয়েক বছর কাজ করেছে, এফবিআই এর উদ্ধৃতি দিয়ে বলছে এএফপি। 

পেন্টাগন বলছে, টেক্সাসের এই জাব্বার মার্কিন সেনাবাহিনীতে ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত মানব সম্পদ এবং আইটি স্পেশালিস্ট হিসাবে এবং ২০২০ সাল পর্যন্ত সেনাবাহিনীর রিজার্ভে ছিল।

মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন বংশদ্ভুত সামসুদ্দিন জাব্বারকে ২০০৯ সালে আফগানিস্তানে পাঠানো হয়। যেখানে সে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত ছিল, চাকরি জীবনের শেষের দিকে তার পদবি ছিল স্টাফ সার্জেন্ট। 

নিউইয়র্ক টাইমসে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে জাব্বার ইতোপূর্বে ছোট অপরাধের কারণে দু’বার অভিযুক্ত হয়েছে। ২০০২ সালে চুরির ঘটনায় একবার এবং ২০০৫ সালে অবৈধ লাইসেন্সে গাড়ি চালনায়।   

নিউইয়র্ক টাইমসর মতে সামসুদ্দিন জাব্বার দু’বার বিয়ে করেছেন। ২০২২ সালে তার দ্বিতীয় সংসারের সমাপ্তি ঘটে ডিভোর্সের মাধ্যমে। তখন জাব্বার চরম আর্থিক দৈন্যতার মাঝে পড়ে যায়। জব্বার এক সময় রিয়েল এস্টেট ব্যবসাতেও জড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়।  

এদিকে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেছেন, ঘটনার কয়েকঘন্টা আগে জব্বার অনলাইনে এমন সব ভিডিও পোষ্ট করে যা দেখলে বোঝা যায় সে ইসলামিক স্টেট (আইএস) দ্বারা প্রভাবিত। 

জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি নিশ্চিত করেছে যে সামসুদ্দিন জব্বার সেখান থেকে কম্পিউটার সিস্টেমের ওপর একটি ডিগ্রি নিয়েছে। 

সামসুদ্দিন জাব্বার লুজিয়ানার অরলিয়েন্সে নতুন বছরকে স্বাগত জানাতে জড়ো হওয়া মানুষের ওপর গতকাল ট্রাক উঠিয়ে দিলে অন্তত ১৫ জন নিহত হয়। পুলিশের গুলিতে জব্বারও মারা যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু 
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
১০