গাজায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত: উদ্ধারকারী

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৩০

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানায়, সেখানে রাতের বেলায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের পুলিশ বাহিনী ভেঙে দেওয়া হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবুতে দখলদার বিমানের বোমা হামলায় তিন শিশু ও দুই নারীসহ ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।’

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ানও রয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এএফপিকে জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ অব্যাহত রাখলে ইসরায়েল গাজায় তাদের হামলা আরও জোরদার করবে বলে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার হুমকি দেন।

সাম্প্রতিক দিনগুলোয় গাজা থেকে নতুন করে রকেট নিক্ষেপের ফলে ইসরাইলে কিছুটা ক্ষতি হয়েছে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ের তুলনায় রকেটগুলো অনেক কম সংখ্যায় নিক্ষেপ করা হয়েছে, তবে প্রায় ১৫ মাস যুদ্ধের পর ইসরাইলি সরকারের জন্য এসব রকেট ফায়ার এক ধরনের রাজনৈতিক আঘাত।

গাজায় এখনও আটক জিম্মিদের মুক্তি দাবি করেছেন কাটজ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০