গাজায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত: উদ্ধারকারী

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৩০

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার জানায়, সেখানে রাতের বেলায় ইসরাইলি হামলায় পুলিশ প্রধানসহ ১১ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের পুলিশ বাহিনী ভেঙে দেওয়া হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকদের একটি তাঁবুতে দখলদার বিমানের বোমা হামলায় তিন শিশু ও দুই নারীসহ ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।’

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ানও রয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এএফপিকে জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ অব্যাহত রাখলে ইসরায়েল গাজায় তাদের হামলা আরও জোরদার করবে বলে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার হুমকি দেন।

সাম্প্রতিক দিনগুলোয় গাজা থেকে নতুন করে রকেট নিক্ষেপের ফলে ইসরাইলে কিছুটা ক্ষতি হয়েছে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ের তুলনায় রকেটগুলো অনেক কম সংখ্যায় নিক্ষেপ করা হয়েছে, তবে প্রায় ১৫ মাস যুদ্ধের পর ইসরাইলি সরকারের জন্য এসব রকেট ফায়ার এক ধরনের রাজনৈতিক আঘাত।

গাজায় এখনও আটক জিম্মিদের মুক্তি দাবি করেছেন কাটজ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ
ছয় শতাধিক কর্মী নিয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল
মহেশপুরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
আমার শহরে জুলাই অভ্যুত্থান / রাজশাহীতে অনলাইনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন যোদ্ধারা
দক্ষ মানবসম্পদ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : বিধান রঞ্জন রায়
১০