কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলায় ১২ জন নিহত: স্থানীয় সূত্র

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৫:০৯
কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলা

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস): গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপ-সংশ্লিষ্ট, বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) নতুন করে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র বুধবার এএফপিকে এ খবর জানিয়েছে।

বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর ধারাবাহিক হামলার এটাই সর্বশেষ, এর আগে ক্রিসমাসের সময়ে উত্তর কিভু প্রদেশে এডিএফ এর ধারাবিাহিক হামলায় ২১ জন নিহত হয়।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, একই প্রদেশের দু’টি স্থান লক্ষ্য করে মঙ্গলবার থেকে বুধবার রাতভর নতুন করে এ হামলা চালানো হয়।

বাপেরে সেক্টরের স্থানীয় কর্মকর্তা স্যামুয়েল কাগেনি এএফপিকে জানিয়েছেন, বিলেন্দু গ্রামে বিদ্রোহীরা অন্তত আটজনকে হত্যা করেছে। স্থানীয় অন্যান্য সূত্র এএফপিকে এ খবর নিশ্চিত করেছেন।

একই সূত্র জানায়, বিদ্রোহীরা মাঙ্গোয়া গ্রামে অন্তত চারজনকে হত্যা করেছেন, উভয় স্থানের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন।
মূলত উগান্ডার এডিএফ বা মিত্র গণতান্ত্রিক বাহিনীর ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)-এর অশান্ত উত্তর-পূর্বে উপস্থিতি রয়েছে, যেখানে এর যোদ্ধারা হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে।

২০১৯ সালে, এডিএফ ইসলামিক স্টেট এর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিল।

আইএস তাদের ইসলামিক স্টেট সেন্ট্রাল আফ্রিকা প্রদেশ বলে দাবি করে এবং বিদ্রোহী গোষ্ঠীর কিছু হামলার দায় স্বীকার করে।

গত ২০২১ সালের শেষের দিকে, উগান্ডা এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর বিরুদ্ধে একটি যৌথ সামরিক অভিযান শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এবার পিএসভির কাছে বড় ব্যবধানে হার লিভারপুলের; ৭১ বছরে সবচেয়ে বাজে রেকর্ড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে বিএনপি
ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা
ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা
মোল্লাহাটে নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন
দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজধানীতে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৩ 
ডা. তাহেরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
১০