বরখাস্তকৃত প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত নেসেট থেকে পদত্যাগ করবেন

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৬:১৮ আপডেট: : ০২ জানুয়ারি ২০২৫, ১৬:৪২

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গত নভেম্বরে বরখাস্তকৃত ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত বলেছেন, তিনি পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগ করবেন, খবর এএফপি’র।

বুধবার এক টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ত বলেন, তিনি নেসেটের স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র জমা দেবেন। গ্যালান্ত আরো বলেন, ‘৩৫ বছর আমি দেশের জন্য ইসরাইলি মিলিটারিতে কাজ করেছি, সরকারে আছি এক দশক। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবাইকে থামতে হয়।’

ঐ টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ত আরো বলেন, তিনি অপহৃত ইসরাইলিদের ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। কয়েকটি ইস্যুতে বিশেষ করে ইসরাইলি সামরিক বাহিনীতে অতি রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং গ্যালান্তের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সামরিক বাহিনীতে চরম রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহণের পক্ষে ছিলেন গ্যালান্ত। অন্যদিকে নেতানিয়াহু অতি রক্ষণশীলদের সেনাবাহিনীতে অংশগ্রহণের ক্ষেত্রে ছাড় দিতে চেয়েছিলেন। এর মাঝে নভেম্বরে নেতানিয়াহ গ্যালান্তকে অব্যাহতি দেন।  

এছাড়া গ্যালান্ত নেতানিয়াহুর সাথে গাজা যুদ্ধের অভিযান নিয়েও  দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। গ্যালান্ত, নেতানিয়াহু এবং হামাস নেতা মোহাম্মদ দায়েফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য। এই দায়েফ পরে ইসরাইলি হামলায় নিহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০