বরখাস্তকৃত প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত নেসেট থেকে পদত্যাগ করবেন

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৬:১৮ আপডেট: : ০২ জানুয়ারি ২০২৫, ১৬:৪২

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গত নভেম্বরে বরখাস্তকৃত ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত বলেছেন, তিনি পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগ করবেন, খবর এএফপি’র।

বুধবার এক টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ত বলেন, তিনি নেসেটের স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র জমা দেবেন। গ্যালান্ত আরো বলেন, ‘৩৫ বছর আমি দেশের জন্য ইসরাইলি মিলিটারিতে কাজ করেছি, সরকারে আছি এক দশক। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবাইকে থামতে হয়।’

ঐ টেলিভিশন বিবৃতিতে গ্যালান্ত আরো বলেন, তিনি অপহৃত ইসরাইলিদের ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। কয়েকটি ইস্যুতে বিশেষ করে ইসরাইলি সামরিক বাহিনীতে অতি রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং গ্যালান্তের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সামরিক বাহিনীতে চরম রক্ষণশীল ইহুদিদের অংশগ্রহণের পক্ষে ছিলেন গ্যালান্ত। অন্যদিকে নেতানিয়াহু অতি রক্ষণশীলদের সেনাবাহিনীতে অংশগ্রহণের ক্ষেত্রে ছাড় দিতে চেয়েছিলেন। এর মাঝে নভেম্বরে নেতানিয়াহ গ্যালান্তকে অব্যাহতি দেন।  

এছাড়া গ্যালান্ত নেতানিয়াহুর সাথে গাজা যুদ্ধের অভিযান নিয়েও  দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। গ্যালান্ত, নেতানিয়াহু এবং হামাস নেতা মোহাম্মদ দায়েফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য। এই দায়েফ পরে ইসরাইলি হামলায় নিহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
১০