যুক্তরাষ্ট্রে মেটার ফ্যাক্ট চেকিং কার্যক্রম বাদ দেওয়ার নিন্দায় বাইডেন 

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ আপডেট: : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৫৬

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার প্রযুক্তি মোঘল মেটার (ফেসবুক) তৃতীয় পক্ষ ফ্যাক্ট চেকিং কার্যক্রম যুক্তরাষ্ট্রে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। 

ফ্যাক্ট চেকিং বাদ দেওয়ার বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি মনে করি এটা আসলেই লজ্জাজনক’।

‘একটা অসত্য বিষয় তারা প্রিন্ট হতে দেবে এবং লাখ লাখ মানুষ তা দেখবে ও পড়বে’ উল্লেখ করে প্রসিডেন্ট বাইডেন আরো বলেন, এ ধরনের বিষয় যুক্তরাষ্ট্রের সাথে যায় না। আমরা সত্য উপস্থাপন করতে চাই। 

বুধবার ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জুকারবার্গ বলেন, তিনি যুক্তরাষ্ট্রে ফেসবুকের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

জুকারবার্গ আরো বলেন, ফ্যাক্ট চেকাররা খুব বেশিমাত্রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। বিকল্প হিসেবে ইলন মাস্কের এক্স এর মত ফেসবুক এবং ইন্সটাগ্রাম কমিউনিটি নোট নেবে। । 

বার্তা সংস্থা এএফপি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বব্যাপী ২৬টি ফেসবুকের ফ্যাক্টচেকিং প্রোগ্রামের সঙ্গে কাজ করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
১০