দাবানলে বাস্তুহারা প্রাণীদের আশ্রয় দিতে মরিয়া লস অ্যাঞ্জেলেসের মানুষ

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৪:০২ আপডেট: : ১২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : লস অ্যাঞ্জেলেসের আশপাশে দাবানলের আগুন যখন বিপদজনক হয়ে ওঠে তখন জেনেল গ্রাস তার বাড়ি থেকে বের হতে বাধ্য হন। কিন্তু পঁচিশটি ঘোড়াসহ অন্যান্য প্রাণীর দেখভালের দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার জেনেল গ্রাস বুঝতে পারেন-বিষয়বস্তু জটিল হতে চলেছে।   

যখন মানুষজন তাদের গাড়িতে উঠে আগুন প্রবন এলাকা ছেড়ে যাচ্ছিল এবং জ্বলন্ত অঙ্গারগুলো চারপাশে একশ মাইল গতিতে ঘুরছিল, তখন গ্রাসকে পঁচিশটি ভীত সন্ত্রস্ত ঘোড়াকে আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করতে হয়েছিল।

তিনি বলেন, খামার থেকে যখন আমরা শেষ ঘোড়াটি বের করি তখন তার অবস্থা খুব খারাপ ছিল। জেনেল গ্রাস লস অ্যাঞ্জেলেসের ঘোড়া পরিচর্যা কেন্দ্রে এএফপিকে এ কথা বলেছে। তিনি বলেছেন, জায়গাটা ছিল ধোয়াচ্ছন্ন, অন্ধকার। আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি।  

প্রাণীদের খামার থেকে বের করার কাজটি কঠিন। এক পর্যায়ে আমার মনে হয়েছিল আমি ঘোড়াটিকে জীবন্ত বের করতে পারব না। আপনি সেই মানুষটা সম্পর্কে শুনেছেন, যে শেষ ঘোড়াটি বের করতে ভিতরে যায়; সে আর ফিরে আসেনি। 

দেড় লাখেরও বেশি মানুষ লস অ্যাঞ্জেলেসের এই দাবানলের কারণে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়। চলমান এই দাবানল সেখানে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই দাবানল গোটা লস অ্যাঞ্জেলেসের অবয়বই বদলে দিয়েছে।  

অসংখ্য মানুষকে তাদের বাড়িঘর, শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। যাদের পোষা প্রাণীগুলোর স্থানান্তর প্রয়োজন। 

এরকম কিছু আমরা কখনো দেখিনি, বলেছেন লস এঞ্জেলসের ঘোড়া পরিচর্যা কেন্দ্রের অবকাঠামো পরিচালক জেনি নেভিন। প্রথম রাতটা ছিল বিশৃংখলায় পূর্ণ। চারপাশ থেকে মানুষ আসছিল। 

শনিবার পরিচর্যা কেন্দ্রটির চারপাশে কয়েক ডজন মানুষ জড়ো হয়। যেখানে গাধা, শূকর এবং টাট্টু ঘোড়াও আশ্রয় পায়। 

লস অ্যাঞ্জেলেসের বিস্তৃত এলাকাজুড়ে দাবানলে যেসব পশু আশ্রয়স্থল হারিয়েছে সেগুলো উদ্ধার করতে এবং চিকিৎসা দিতে কর্মী, পশু চিকিৎসক এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। ইতোমধ্যে প্যাসাডেনার হিউম্যান সোসাইটি ৪০০ প্রাণীর দেখভালের দায়িত্ব পেয়েছে। যেসব প্রাণীরা এসেছে আলতাদেনা থেকে। যেখানে দাবানল ১৪ হাজার একরের বেশি ভূমি গ্রাস করে ফেলেছে।

সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে, সেখানে তারা পাঁচ দিন বয়সি একটা কুকুরের বাচ্চাও তারা পেয়েছে। যে বাচ্চাটিকে একটি ভবনের ধ্বংসস্তুপের মধ্যে পাওয়া যায়। যার একটি কান পুড়ে গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন এএবি নেতৃবৃন্দ
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন 
২০২৪ সালে আশ্রয় অনুমোদন ৭ শতাংশ বৃদ্ধি করেছে ইইউ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
নেত্রকোনায় তিনদিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব
বাংলাদেশ ও তুরস্কের অভিন্ন লক্ষ্য ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা: প্রধান বিচারপতি
১০