সুদান বিরোধী বিক্ষোভে দক্ষিণ সুদানে নিহত ১২

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:৩৭
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): দক্ষিণ সুদানে প্রতিবেশী সুদান বিরোধী বিক্ষোভে গত দু’দিনে ১২ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

সুদানের আল জাজিরা রাজ্যের সংঘর্ষে উনত্রিশ জন দক্ষিণ সুদানির নিহতের ঘটনা প্রকাশ পেলে রাজধানী জুবাতে দক্ষিণ সুদানিরা বিক্ষোভ করে। বিক্ষোভে রাজধানী জুবাতে সুদানি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়। বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে তিনজন নিহত হয় এবং সাতজন আহত হয়।

দক্ষিণ সুদানের নিরাপত্তা বাহিনী শনিবার জুবাতে বলেছে, বিক্ষোভ চলাকালীন শুক্রবারে আওয়েল শহরে নয়জন নিহত হয়েছ্।ে যাদের মাঝে সাতজন সুদানি আর দু’জন দক্ষিন সুদানি। বেশ কিছু শহরে সুদান বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দক্ষিণ সুদান শুক্রবার রাতে কারফিউ জারি করে।

এএফপি’র একজন রিপোর্টার বলেছে, শনিবার সন্ধ্যায় রাজধানী জুবার রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। সুদানি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল বন্ধ।

৬০০-এর বেশি সুদানি নাগরিককে শুক্রবার দক্ষিণ সুদানের আর্মি হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে। বলেছে দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ। এছাড়া সেন্ট্রাল ইকিউটোরিয়া রাজ্যে ২৭৮ জন পুলিশ হেফাজতে আছে।

২০২৩ সালে সুদানে গৃহযুদ্ধ শুরু হলে অনেক সুদানি নাগরিক দেশ ত্যাগ করে এবং দক্ষিণ সুদানে গিয়ে বসবাস করতে থাকে। গৃহযুদ্ধে সুদানের এক কোটি বিশ লাখ মানুষ বাস্ত্যহারা হয়েছে। দুর্ভিক্ষে হাজার হার মানুষের মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০