সুদান বিরোধী বিক্ষোভে দক্ষিণ সুদানে নিহত ১২

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:৩৭
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): দক্ষিণ সুদানে প্রতিবেশী সুদান বিরোধী বিক্ষোভে গত দু’দিনে ১২ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

সুদানের আল জাজিরা রাজ্যের সংঘর্ষে উনত্রিশ জন দক্ষিণ সুদানির নিহতের ঘটনা প্রকাশ পেলে রাজধানী জুবাতে দক্ষিণ সুদানিরা বিক্ষোভ করে। বিক্ষোভে রাজধানী জুবাতে সুদানি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়। বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে তিনজন নিহত হয় এবং সাতজন আহত হয়।

দক্ষিণ সুদানের নিরাপত্তা বাহিনী শনিবার জুবাতে বলেছে, বিক্ষোভ চলাকালীন শুক্রবারে আওয়েল শহরে নয়জন নিহত হয়েছ্।ে যাদের মাঝে সাতজন সুদানি আর দু’জন দক্ষিন সুদানি। বেশ কিছু শহরে সুদান বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দক্ষিণ সুদান শুক্রবার রাতে কারফিউ জারি করে।

এএফপি’র একজন রিপোর্টার বলেছে, শনিবার সন্ধ্যায় রাজধানী জুবার রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। সুদানি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল বন্ধ।

৬০০-এর বেশি সুদানি নাগরিককে শুক্রবার দক্ষিণ সুদানের আর্মি হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে। বলেছে দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ। এছাড়া সেন্ট্রাল ইকিউটোরিয়া রাজ্যে ২৭৮ জন পুলিশ হেফাজতে আছে।

২০২৩ সালে সুদানে গৃহযুদ্ধ শুরু হলে অনেক সুদানি নাগরিক দেশ ত্যাগ করে এবং দক্ষিণ সুদানে গিয়ে বসবাস করতে থাকে। গৃহযুদ্ধে সুদানের এক কোটি বিশ লাখ মানুষ বাস্ত্যহারা হয়েছে। দুর্ভিক্ষে হাজার হার মানুষের মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
১০