মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কাছে পেয়ে স্বজনদের কান্না

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:১৮
ফাইল ছবি

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫(বাসস) : যুদ্ধবিরতি চুক্তিতে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের বহনকারী দু’টি বাস প্রচণ্ড ভীড়ের মধ্য দিয়ে স্থানীয় সময় সোমবার রাত ২টায় পশ্চিম তীরে পৌঁছে। অপেক্ষামান স্বজনদের ভীড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রচণ্ড ভীড় এড়িয়ে যখন বন্দিদের বহনকারী বাস পশ্চিম তীরে পৌঁছে তখন বাসের দরজা খোলার সাথে সাথে হুমড়ি খেয়ে মহিলারা তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কোলাকুলি করে এবং আনন্দের অশ্রুতে কাঁদতে থাকে। এই সময় জনতা স্লোগান দিয়ে, পতাকা নেড়ে বাসের ওপরে উঠে যায়। 

অন্যান্যরা বিটুনিয়ার শান্ত শহরতলিতে আতশবাজি জ্বালিয়ে আনন্দে মেতে ওঠে।

ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল-তাউইলকে ২০২৪ সালের মার্চে ইসরাইল আটক করে কারাবন্দি করে রেখেছিল। প্রথম দফায় মুক্তি পাওয়াদের মধ্যে তিনিও ছিলেন। 

বুশরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এএফপি’কে বলেছেন, ‘আমাকে ছিনতাইয়ের অভিযোগে ইসরাইলি সামরিক বাহিনী গ্রেপ্তার করে কারাগারে নিয়ে আমার ওপর অমানুষিক নির্যাতন চালায়।’

গাজায় হামাসের হাতে আটক আরো ৩৩ ইসরাইলি জিম্মিকে আগামী ৪২ দিনে মুক্তি দিবে হামাস। বিনিময়ে ইসরাইল প্রায় ১ হাজার ৯শ’ ফিলিস্তিনিকে মুক্তি দিবে। 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাসের হাতে বন্দি তিন ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে সাংবাদিক বুশরাসহ ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।

এদিকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের ভীড়ের মধ্যে অনেকে আবার ইসরাইলের ‘ওফার’ কারগারটি একনজর দেখার জন্য ভীড় জমায়।

রামাল্লার কাছের শহর থেকে আমান্ডা আবু শার্খ (২৩) বলেছেন, ‘আমরা এখানে কারাগারটি দেখতে এসেছি, যেখানে আমাদের স্বজনদের দীর্ঘকাল বন্দি করে রাখা হয়েছিল।’

তিনি এএফপি’কে বলেন, ‘আজকে মুক্তি পাওয়া সব বন্দিকে আমার পরিবারের সদস্যের মতো মনে হচ্ছে।’ 

‘তারা আমার রক্তের সম্পর্কের না হলেও তাদের দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারছি না।’

তিনি বলেন, কারাগারের অনেক লোককে আমি চিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
১০