কিউবাকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পুনরায় তালিকাভুক্ত করেছেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:০৫ আপডেট: : ২১ জানুয়ারি ২০২৫, ১৬:২১

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প সোমবার অভিষেকের পর কিউবাকে সন্ত্রাসবাদের  মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন, খবর এএফপি’র। 

বিদায়ের আগ মুহূর্তে ডেমক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন কিউবাকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসাবে তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন। 

আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের এক ঘণ্টা পর হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের এক লম্বা তালিকা বাতিল করে দিয়েছেন। এর মাঝে কিউবার সন্ত্রাসবাদের ইস্যুটিও রয়েছে।  

প্রেসিডেন্ট জো বাইডেনের ঐ ঘোষণার পর কিউবা ৫২৩ জন বন্দীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যার মধ্যে ছিলেন ২০২১ সালের গণআন্দোলনে আটক কিউবার বিরোধী দলীয় নেতা ড্যানিয়েল ফেরার। 

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প এরকম আচরণ করছে তার অহংবোধ থেকে। যা সত্যের প্রতি অশ্রদ্ধা। 

তিনি আরও লিখেছেন, ট্রাম্পের এরকম সিদ্ধান্তে আমি বিস্মিত হইনি। তার লক্ষ্য হচ্ছে আধিপত্য বজায় রাখতে কিউবার বিরুদ্ধে ভয়ানক এক অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাওয়া। 

সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে আমেরিকার এই তালিকায় কিউবা ছাড়া আর যে সব তিন দেশ আছে। সেগুলো হল: ইরান, উত্তর কোরিয়া ও সিরিয়া। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
চট্টগ্রামে মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন আদালত
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার ২
১৭ বছর পর ভোটারদের মধ্যে উৎসব লক্ষ্য করা যাচ্ছে : শাহজাহান মিঞা
১০