ট্রাম্প-পুতিনকে নজরে রেখে ইইউ, যুক্তরাজ্য ও ন্যাটো নেতাদের প্রতিরক্ষা বিষয়ে আলোচনা

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আগ্রাসী রাশিয়ার মুখোমুখি ইউরোপের প্রতিরক্ষা জোরদার করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে সোমবার ইইউ নেতারা ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং ন্যাটো প্রধানের সাথে বৈঠক করেছেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মিত্রদের আরও বেশি ব্যয় করার দাবির পরিপ্রেক্ষিতে তারা এই বৈঠক করবেন। 

ব্রাসেলস থেকে এএফপি জানায়, ব্রাসেলেসের এই সমাবেশকে ‘ট্রিপল ফার্স্ট’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের পর এটিই প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের ২৭ নেতার বৈঠক। প্রতিরক্ষা বিষয়ে তাদের প্রথম আলোচনা এবং ব্রেক্সিটের পর থেকে এটিই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে আলোচনা।

প্রায় তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করার পর থেকে ইউরোপীয় দেশগুলো তাদের সামরিক বাজেট বাড়িয়েছে।

তবে কর্মকর্তারা স্বীকার করেছেন যে তারা এখনও যথেষ্ট দ্রুত নিজেদের সশস্ত্র করছে না। আগামী বছরগুলোতে মস্কো তাদের নিজেদের মধ্যে একটিকে আক্রমণ করতে পারে বলে সতর্কবার্তা বাড়ছে। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এসে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। এই অস্থির নেতা বলেছেন, ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষার নিশ্চয়তা পেতে পারে না। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ন্যাটো দেশগুলোকে তাদের বর্তমান প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করবে। যা অনেক দেশের নাগালের বাইরে।

তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের দ্রুত অবসান ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন, যার ফলে ইউরোপীয়রা ভীত হয়ে পড়েছেন। তিনি তাদের পাশে সরিয়ে কিয়েভকে একটি খারাপ চুক্তিতে বাধ্য করতে পারেন।

তবে, এটি কেবল ওয়াশিংটনের ইউরোপ থেকে সরে যাওয়ার ভীতি নয়। ট্রাম্প একাধিক সরাসরি হুমকি দিয়ে মার্কিন মিত্রদের বিচলিত করে তুলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০