টাইফুন উতিপের আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৭

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৫:১৮

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : টাইফুন উতিপের আঘাতে সৃষ্ট বন্যায় ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে পৌঁছেছে। 

সোমবার কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে হ্যানয় থেকে এএফপি এ খবর জানায়।

টাইফুন উতিপ সপ্তাহের শেষে চীনের দক্ষিণের স্থলভাগে ও ভিয়েতনামের উপকূলে টনকিন উপসাগরে আঘাত হানে। এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৮ কিলোমিটার। পরে সেটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপ নেয়।

দুর্যোগ ও বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সোমবারের এক আপডেটে জানা যায়, ভিয়েতনামের মধ্যাঞ্চলে সাতজনের প্রানহানি হয়েছে। এতে ১০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং প্রায় ৬০ হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে।

প্রতি বছর ভিয়েতনামে প্রায় এক ডজন গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে। জুন মাসে সাধারণত দেশের উত্তরে ঝড় এবং বছরের শেষের দিকে দক্ষিণ দিকে আঘাত হানে।

গত সপ্তাহের শেষে, ভিয়েতনামের মধ্যাঞ্চলে বিশ্বের ঐতিহ্যবাহী শহর হোই আনসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়।

জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ আরও তীব্র ও ঘন ঘন হয়ে উঠছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, দুর্যোগে গত বছর ভিয়েতনামে ৫১৪ জন প্রাণ হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় তিনগুণ বেশি।

সেপ্টেম্বরে, ভিয়েতনামের উত্তরাঞ্চল টাইফুন ইয়াগির আঘাতে বিধ্বস্ত হয়। এতে ৩৪৫ জন মারা যায় এবং আনুমানিক ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি 
১০