টাইফুন উতিপের আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৭

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৫:১৮

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : টাইফুন উতিপের আঘাতে সৃষ্ট বন্যায় ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে পৌঁছেছে। 

সোমবার কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে হ্যানয় থেকে এএফপি এ খবর জানায়।

টাইফুন উতিপ সপ্তাহের শেষে চীনের দক্ষিণের স্থলভাগে ও ভিয়েতনামের উপকূলে টনকিন উপসাগরে আঘাত হানে। এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৮ কিলোমিটার। পরে সেটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপ নেয়।

দুর্যোগ ও বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সোমবারের এক আপডেটে জানা যায়, ভিয়েতনামের মধ্যাঞ্চলে সাতজনের প্রানহানি হয়েছে। এতে ১০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং প্রায় ৬০ হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে।

প্রতি বছর ভিয়েতনামে প্রায় এক ডজন গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে। জুন মাসে সাধারণত দেশের উত্তরে ঝড় এবং বছরের শেষের দিকে দক্ষিণ দিকে আঘাত হানে।

গত সপ্তাহের শেষে, ভিয়েতনামের মধ্যাঞ্চলে বিশ্বের ঐতিহ্যবাহী শহর হোই আনসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়।

জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ আরও তীব্র ও ঘন ঘন হয়ে উঠছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, দুর্যোগে গত বছর ভিয়েতনামে ৫১৪ জন প্রাণ হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় তিনগুণ বেশি।

সেপ্টেম্বরে, ভিয়েতনামের উত্তরাঞ্চল টাইফুন ইয়াগির আঘাতে বিধ্বস্ত হয়। এতে ৩৪৫ জন মারা যায় এবং আনুমানিক ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০