নওগাঁয় জমে উঠেছে আমের হাট : সিন্ডিকেটে অসন্তোষ চাষীদের

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৫:৩১
ছবি : বাসস

।। বাবুল আখতার রানা ।।

নওগাঁ, ১৬ জুন, ২০২৫ (বাসস) : আমের বানিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নওগাঁয় জমে উঠেছে আমের হাট। জেলার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বসেছে আমের হাট। প্রতিদিন ভোর থেকে দিনব্যাপী চলে কেনাবেচা। 

সূর্য ওঠার আগে থেকে চাষিরা ভ্যান, ভটভটি এবং অটোরিকশায় ক্যারেট সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসেন বিভিন্ন প্রজাতির আম। যদিও ঈদের আগেই আমের বেচাকেনা শুরু হয়েছিল, তবে ঈদের পরেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে ব্যবসায়ীরা। গত কয়েকদিনের প্রচন্ড তাপদাহ ও গরমের কারণে আম পেকে যাওয়ায় প্রায় সব জাতের আম এক সাথে বাজারে এসেছে। ফলে কিছুটা কমে গেছে আমের দাম।

এদিকে প্রশাসন নির্ধারিত ওজন ও আমের গুনগত মান নিয়ে চাষী এবং ব্যবসায়ীদের মধ্যে কিছুটা বিরোধ লক্ষ্য করা গেছে। চাষীদের অভিযোগ , প্রশাসন কেজি হিসেবে আম ক্রয় করার নির্দেশ দিলেও ব্যবসায়ীরা সেটি মানছে না। সিন্ডিকেট করে তারা মণ হিসেবে ক্রয় করছেন। এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, ঢাকাসহ দেশের বিভাগীয় বাজারগুলোতে আমের চাহিদা তেমনটা না থাকায় আমের দাম কম। তাই লোকসানের শংকায় রয়েছেন তারা। বর্তমানে একসঙ্গে বাজারে এসেছে হিমসাগর, ল্যাংড়া, নাকফজলি, ব্যানানা ম্যাংগো ও আম্রপালি। তবে বিক্রি হচ্ছে খুবই ধীরগতিতে। 

আজ সোমবার সকালে নওগাঁর সাপাহারের আমের হাটে প্রতি মণ হিমসাগর ১৪০০-১৬০০ টাকা, ল্যাংড়া ১২০০-১৫০০ টাকা, নাকফজলি ১৩০০-১৮০০ টাকা, ব্যানানা ম্যাংগো ৩৫০০-৪২০০টাকা, হাড়িভাঙ্গা ১৫০০-২৫০০ টাকা এবং আম্রপালি ১৮০০-৩৫০০ টাকা মণ দরে বিক্রি হতে দেখা গেছে।

সাপাহারের ওড়নপুর গ্রামের আম চাষি আল মামুন বলেন, এ বছর আমের দাম খুবই কম। গত বছর এই বাগানের আম প্রতি মণ বিক্রি করেছি ৪২০০-৪৫০০ টাকা। আর আজ বিক্রি করলাম ২০০০-২৫০০ টাকা মণ। যে দামে আম বিক্রি করলাম তাতে উৎপাদন খরচও উঠবে না। অনেক টাকার লোকশান গুনতে হবে।

সাপাহার হাটে আম বিক্রি করতে আসা পত্নীতলার আম চাষি কোরবান আলী বলেন, তিনি ১০ বিঘা জমি বর্গা নিয়ে আম্রপালি আমের বাগান করেছেন। আজ বাজারে কিছু আম বিক্রি করেছেন। দাম গত বছরের তুলনায় অর্ধেক। এটা ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি।

সাপাহারের আম চাষী তছলিম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ৫০ থেকে ৫২ কেজিতে মণ ধরে আম ক্রয় করছে। তবে এটা ঠিক নয়। এ বিষয়ে প্রশাসনের নজরাদারী বাড়ানো দরকার। 

এদিকে চাঁপাইনবাগঞ্জের কানসাট থেকে আসা আম ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমরা কৃষকদের সাথে আলোচনা করেই ৫০ থেকে ৫২ কেজিতে মণ ধার্য্য করেছি। এর কারণ হলো ক্যারেটের সকল আম এক সাইজের হয় না। ছোট বড় হয়।

ঢাকা থেকে আসা আম ব্যবসায়ী সিফাতুল্লাহ বলেন, আমের বাজারে কোন সিন্ডিকেট নেই। আম কিনে ঢাকায় পাঠিয়েছি কিন্তু ক্রেতা নেই। ঈদের পর সবেমাত্র অফিস খুলেছে। ঢাকায় লোক সমাগম বেড়ে গেলে আমের দাম বাড়বে। 

সাপাহার উপজেলা আম আড়ৎদার সমবায় সমিতির সহ-সভাপতি জয়নাল আবেদীন বলেন, এ বছর তুলনামূলক ফলন কম হলেও আমের সাইজ বেশ ভালো। সারাদেশ থেকে ব্যবসায়ীরা ইতোমধ্যে আসতে শুরু করেছেন। বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, জেলায় এ বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৪ টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা জানালো সরকার
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
সরকার উৎখাতের ষড়যন্ত্র : বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কারাগারে
আউট সোর্সিং নীতিমালা-২০২৫ মেনে চলার আহ্বান কর্মচারী ঐক্য পরিষদের
অসহিষ্ণুতা কাটিয়ে মনুষ্যত্ব অর্জনই হোক আমাদের অঙ্গীকার : তারেক রহমান
জাকের-শামীমের ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান
শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে অর্থদণ্ড ও হাইড্রলিক হর্ন জব্দ
বাংলামোটরে মিছিল : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী কারাগারে
১০