প্রাকৃতিক বিপর্যয় রোধে বাগেরহাট বিএনপি’র বৃক্ষ রোপণ কর্মসূচি 

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৫:২২
বাগেরহাটে আজ পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। ছবি: বাসস

বাগেরহাট, ১৬ জুন, ২০২৫ (বাসস) : প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় উপকূলীয় জেলা বাগেরহাটে আজ পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে ওয়াপদা খালের দুই পাড়ে বনজ ফলজ ও ওষুধিসহ পাঁচশ গাছের চারা রোপণ করা হয়। শহরের ঘনবসতিপূর্ণ এলাকা বাসাবাটি, নাগেরবাড়ি, খারদ্বার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে এসব গাছ লাগানো হয়। 

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম পৌর পার্ক ও ওয়াপদার নতুন খালের দুই পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

উদ্বোধনকালে আকরাম হোসেন তালিম বলেন,পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নাই। গাছ মানুষের পরম বন্ধু। ছায়া দেয় ফল দেয়, বিশুদ্ধ অক্সিজেন গ্রহণের সুযোগ করে দেয়। মানুষের জন্য মহৌষধ হিসেবেও গাছ পৃথিবীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যেকোনো মূল্যে গাছ বাঁচাতে হবে। গাছ লাগাতে হবে।

তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় ও ঘূর্ণিঝড়ের প্রবল আক্রমণ প্রতিরোধে সুন্দরবন প্রধান বেষ্টনী হিসেবে কাজ করে। কিন্তু আজ সুন্দরবন উজাড় হবার পথে। সুন্দরবন ধ্বংস হলে উপকূলীয় জেলা তথা সারাদেশেরই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। তাই একদিকে যেমন সুন্দরবন রক্ষা করতে হবে, অন্যদিকে আগামী প্রজন্মের জন্য স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাঁচ বছরে সারাদেশে পাঁচ কোটি গাছের চারা রোপণ করবে।

এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আজাদ, যুবদলের অন্যতম নেতা সাঈদ নিয়াজ শৈবাল হোসেন, রাকিব হাসান, ওয়ার্ড বিএনপির সভাপতি ফায়জুল হক মন্টু, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, ছাত্রদল নেতা মামুন, অপু, ফিরোজ, তুহিনসহ অন্যান্য নেতা কর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০