সামুদ্রিক পরিবহন থেকে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে: ইইউ এজেন্সি

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল মঙ্গলবার কোপেনহেগেনে বলেছে, সামুদ্রিক পরিবহন থেকে কার্বন নিঃসরণের মাত্রা খুব বেশি, খবর এএফপি’র।

একইসাথে পর্যবেক্ষক দলটি সামুদ্রিক পরিবহন শিল্পকে কার্বন অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়েছেন। 

ইউরোপীয় পরিবেশ এজেন্সি ইইএ এর নতুন প্রতিবেদন অনুযায়ি সামুদ্রিক পরিবহন থেকে মিথেন নির্গমনের মাত্রা ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বিগুণ হয়েছে। এজেন্সিটি বলছে, ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক কার্বন নিঃসরণ বৃদ্ধির তিন থেকে চার শতাংশের জন্য দায়ী এই সামুদ্রিক পরিবহন খাত। 

ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ এজেন্সির নির্বাহি পরিচালক লিনা ইলা-মনোনেন কোপেনহেগেনে এক বিবৃতিতে বলেছে, প্রতিবেদনটি কার্বন নিঃসরণ কমাতে সামুদ্রিক পরিবহন খাতের জরুরি পদক্ষেপ গ্রহনের প্রয়োজনীয়তার কথা বলে। 

এছাড়া, প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে প্রতিবছর নাইট্রোজেন অক্সাইড নিঃসরণ ইউরোপীয় ইউনিয়ন ব্যাপি ১০ শতাংশ করে বেড়েছে।

ইইএ এর প্রতিবেদনটিতে দূষণের আরেকটা উৎসের কথা বলা হয়েছে।  যা হল তেল ছড়িয়ে পড়া।

জাহাজ থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার বেশিরভাগ ঘটনা ঘটে উত্তর সাগর এবং ভূমধ্যসাগর এলাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০