বৈশ্বিক তাপামাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা অসম্ভব : পরিবেশ বিজ্ঞানী জেমস হ্যানসেন

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : নেতৃস্থানীয় বিজ্ঞানীদের এক নতুন পর্যবেক্ষণে বলা হয়েছে, দীর্ঘমেয়াদে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা অসম্ভব।

জাতিসংঘের ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে এই শতাব্দীর শেষে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পৃথিবীর রাষ্ট্রগুলো একমত হয়।  

প্রখ্যাত জলবায়ুবিদ জেমস হ্যানসেন জার্নাল পরিবেশ: বিজ্ঞান এবং টেকসই উন্নয়নের জন্য নীতিমালাতে বলেছে, গ্রীন হাউজ গ্যাস বৃদ্ধিতে পৃথিবীর জলবায়ু এখন আগে যেমনটা ভাবা হয়েছিল তার চেয়ে আরো বেশি সংবেদনশীল। 

নাসার প্রাক্তন শীর্ষ পরিবেশ বিজ্ঞানী হ্যানসেন মঙ্গলবার ওয়াশিংটনে এক ব্রিফিং এ বলেছেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে উচ্চাভিলাষী পরিকল্পনা যেখানে ২১০০ সালে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হারকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার যে ৫০ শতাংশ সুযোগের কথা বলা হয়েছে তা অসম্ভব ব্যাপার। জেমস হ্যানসেন ও তার সহকর্মী বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জালানির কল্যাণে ইতোমধ্যে বায়ুমন্ডলে যে পরিমাণ গ্রীন হাউজ গ্যাস প্রবেশ করেছে তা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য যথেষ্ট। 

হ্যানসেনের সহকর্মী বিজ্ঞানীরা বলছেন, মেরুর বরফ গলা ও উত্তর আটলান্টিকে মিঠা পানি প্রবেশ করার ফলে পরবর্তী ২০-৩০ বছরের মধ্যে আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন ভেঙ্গে পড়তে শুরু করবে। এই আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন সিসটেম হচ্ছে আটলান্টিকের স্রোতের সিস্টেম যা পৃথিবীর জলবায়ু সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সিস্টেম ভেঙ্গে পড়লে সমুদ্রের উচ্চতা কয়েক মিটার বেড়ে যাবে। যা পৃথিবীকে পয়েন্ট অব নো রিটার্নে নিয়ে যাবে। 

১৯৮৮ সালে মার্কিন কংগ্রেসে হ্যানসেন ঘোষণা করেছিলেন যে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০