চীনে বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ৩০ জনের বেশি মানুষ চাপা পড়েছে : রাষ্ট্রীয় গণমাধ্যম

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানিয়েছে, দীর্ঘ বৃষ্টিপাতের কারণে ভয়াবহ এক ভূমিধসের কারণে ৩০ জনেরও বেশি মানুষ চাপা পড়েছে।

চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সিচুয়ান প্রদেশে শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে স্থানীয় সময় সকাল ১১ টা ৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে ভূমিধসের সৃষ্টি হয়। 

চীনের সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাম্প্রতিক মাসগুলোতে চীনে তীব্র আবহাওয়া বিপর্যস্ত হয়েছে। গত বছর বন্যায় কয়েক ডজন লোক মারা গেছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনাগুলো আরো ঘন ঘন ঘটছে। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভি জানায়, প্রাথমিক জরিপে দেখা গেছে সাম্প্রতিক সময়ে দীর্ঘ বৃষ্টিপাত এবং ভূতাত্ত্বিক কারণের প্রভাবে এই বিপর্যয় ঘটেছে। 

স্থানীয় কাউন্টি সরকার রোববার এএফপিকে জানায়, শনিবার দুজনকে উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। 

রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানায়, চূড়ান্ত সংখ্যা যাচাইয়ের কাজ চলছে।

সম্প্রচারক কর্তৃক প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধারকারীরা অন্ধকারে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে টর্চলাইট নিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার কর্তৃপক্ষকে, নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার এবং পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার জন্য সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০